জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি! [ছবি]
২১ আগস্ট ২০২০ ১৩:৩২
বড়জোড় ৫০ গজ সামনে বা পেছনে গেলেই ফুটওভারব্রিজ। যে পথটুকু হাঁটতে কতটুকু সময় লাগে? দু’চার মিনিট? ওই টুকু সময় লাগলে কি জীবনের অনেক ক্ষতি হয়ে যায়? কিংবা অর্জন হয়ে যায় অনেক বিশাল কিছু? রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেটে গেলে হয়তো মনে হতে পারে— হ্যাঁ, ওই দুই-চার মিনিটের চেয়ে বড় খুব কম কিছুই আছে।
কেন বলছি এ কথা? ওই যে পঞ্চাশ গজ সামনে-পেছনের দুই ফুটওভারব্রিজের কথা বললাম— সেটি দিয়ে সড়ক পারাপারের যেন দায় নেই কারও। রাস্তার মাঝের ডিভাইডার হয়ে দাঁড়ানো রেলিংয়ের কোথাও বেঁকে গিয়ে, কোথাও ভেঙে গিয়ে যে সরু জায়গা তৈরি হয়েছে, শরীর গলিয়ে ঠিক ওইখান দিয়েই রাস্তা পার হওয়া চাই। রিকশা আসছে, আসুক। বাস চলছে, চলুক। প্রাইভেট কার, মাইক্রো? কোনো সমস্যা নেই, ভৌ দৌড়েই পার হতে হবে রাস্তার মাঝ বরাবর। ওই রেলিং দিয়েই পার হতে হবে রাস্তা। ফুটওভারব্রিজটা আছে, থাকুক না! জীবনের চেয়ে সময়ের মূল্যই যে অনেক বেশি!
নিউমার্কেট এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান