Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসছে ‘জীবন খেয়া’, বাঁচছে জীবন [ছবি]


১১ সেপ্টেম্বর ২০২০ ২০:৫২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়-জলোচ্ছ্বাস-বন্যায় দেশের উপকূলীয় ও চরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। এসব এলাকার অনেকেরই মুখে দু’বেলা অন্ন জোগানোটাই কঠিন কাজ। অথচ একেকটি প্রাকৃতিক দুর্যোগ মানেই তার সঙ্গে বয়ে আসা রোগবালাই। খাবার জোগানোটাই যেখানে চ্যালেঞ্জ, সে রোগের চিকিৎসাটা হবে কিভাবে!

এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যৌথ উদ্যোগে এক ভাসমান হাসপাতালকে মানুষের কাছে নিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। ১ সেপ্টেম্বর থেকে খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে ‘জীবন খেয়া’ নামের এই হাসপাতাল। এরপর ৪ সেপ্টেম্বর সেটির অবস্থান ছিল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে। আগামী দুই মাস খুলনা, বরিশাল, চাঁদপুর, মুন্সীগঞ্জ, লক্ষীপুর হয়ে নোয়াখালীর ২০টি স্পটে ক্যাম্প করে চিকিৎসাসেবা দেবে ‘জীবন খেয়া’।

বিজ্ঞাপন

চাঁদপুর থেকে ভাসমান এই হাসপাতালের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

কোস্ট গার্ড বাংলাদেশ জীবন খেয়া টপ নিউজ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা বিদ্যানন্দ ফাউন্ডেশন ভাসমান হাসপাতাল