ভাসছে ‘জীবন খেয়া’, বাঁচছে জীবন [ছবি]
১১ সেপ্টেম্বর ২০২০ ২০:৫২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৫
ঝড়-জলোচ্ছ্বাস-বন্যায় দেশের উপকূলীয় ও চরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। এসব এলাকার অনেকেরই মুখে দু’বেলা অন্ন জোগানোটাই কঠিন কাজ। অথচ একেকটি প্রাকৃতিক দুর্যোগ মানেই তার সঙ্গে বয়ে আসা রোগবালাই। খাবার জোগানোটাই যেখানে চ্যালেঞ্জ, সে রোগের চিকিৎসাটা হবে কিভাবে!
এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যৌথ উদ্যোগে এক ভাসমান হাসপাতালকে মানুষের কাছে নিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। ১ সেপ্টেম্বর থেকে খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে ‘জীবন খেয়া’ নামের এই হাসপাতাল। এরপর ৪ সেপ্টেম্বর সেটির অবস্থান ছিল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে। আগামী দুই মাস খুলনা, বরিশাল, চাঁদপুর, মুন্সীগঞ্জ, লক্ষীপুর হয়ে নোয়াখালীর ২০টি স্পটে ক্যাম্প করে চিকিৎসাসেবা দেবে ‘জীবন খেয়া’।
চাঁদপুর থেকে ভাসমান এই হাসপাতালের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- ভাসতে ভাসতে চিকিৎসাসেবা নিয়ে উপকূলীয় ও চর এলাকায় যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’
- প্রত্যন্ত এলাকাগুলোতে জাহাজ ঘাটে ভিড়লেই স্বেচ্ছাসেবকরা ছুটছেন তীরে
- ওষুধপত্র নিয়ে তারা খোঁজ করছেন এমন একটি স্থানের, যেখাবে বসে চিকিৎসকরা সেবা দিতে পারবেন দুর্যোগে বিপর্যস্ত মানুষগুলোকে
- স্বাস্থ্যবিধি মেনেই রোগীদের সেবা দিচ্ছেন বিদ্যানন্দের চিকিৎসকরা
- নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের জন্যই চিকিৎসা রয়েছে বিদ্যানন্দের
- বিদ্যানন্দের ১৪ জন চিকিৎসকের দলে দু’জন চক্ষু বিশেষজ্ঞ ছাড়াও রয়েছেন দু’জন দন্ত্য চিকিৎসকও
- কখনো কখনো নদী তীরে এমন খোলা জায়গাতেও রোগীদের সেবায় বসে পড়ছে চিকিৎসা ক্যাম্প
কোস্ট গার্ড বাংলাদেশ জীবন খেয়া টপ নিউজ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা বিদ্যানন্দ ফাউন্ডেশন ভাসমান হাসপাতাল