Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকর্মা পূজা ঘিরে কর্মযজ্ঞ [ছবি]


১৭ সেপ্টেম্বর ২০২০ ০৮:৫৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৪

রামায়ণে উল্লেখিত দেবতাদের মধ্যে বিশ্বকর্মা একজন। সনাতন শাস্ত্র অনুযায়ী, শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা। বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছেন তিনি। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অস্ত্রও তৈরির ভারও ছিল তারই ওপর।

মহাভারত অনুযায়ী, বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। সব দেবতার প্রাসাদ ও অলঙ্কারের নির্মাতা। বিশ্বকর্মা দেবতাদের শিল্পী। তিনি দেবশিল্পী নামেও পরিচিত। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মা, অষ্টম বসু প্রভাস তার বাবা।

বিজ্ঞাপন

ভাদ্রমাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা করা হয়। সুতা-মিস্ত্রিদের মধ্যে এই পূজার প্রচলন ব্যাপক। এ দেশের স্বর্ণকার ও মৃৎশিল্পীরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যস্ত সময় কাটান। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে বিশ্বকর্মা পূজা। একে ঘিরে পুরান ঢাকার গত কয়েকদিনের প্রস্তুতির ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজা