Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশিরের ঘ্রাণে শীতের সৌরভ [ছবি]


১ নভেম্বর ২০২০ ০৮:১৫

‘শুয়েছে ভোরের রোদ ধানের উপর মাথা পেতে
       অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;
মাঠের ঘাসের গন্ধ বুকে তার- চোখে তার শিশিরের ঘ্রাণ,
       তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান,
              দেহের স্বাদের কথা কয়;
বিকালের আলো এসে ( হয়তো বা ) নষ্ট ক’রে দেবে তার সাধের সময়।’

‘ধূসর পাণ্ডুলিপি’র কবি জীবনানন্দ দাশ ‘অবসরের গান’ কবিতায় লিখেছিলেন পঙ্ক্তিগুলো। সেই নির্জনতার কবি জীবনানন্দের প্রিয় কার্তিক মাস প্রকৃতিতে। অর্থাৎ ষড় ঋতুর বাংলায় এখন হেমন্তকাল। আগের মতো হয়তো শরৎ আর শীতের সন্ধিক্ষণের এই ঋতুর প্রভাব প্রকৃতিতে নেই। তবু বাতাসে শুষ্কতার টান। খোদ রাজধানীতেও মধ্যরাত পেরোনোর পর চোখ মেললে দেখা যায়, হালকা কুয়াশার চাদর যেন নেমে আসছে আকাশ থেকে। ভোরের দিকে, আলোর ফোটার আগে একটু যেন হিম ধরে আসে চারপাশ থেকে। আর হ্যাঁ, ঘাসের বুকে শিশির— হেমন্ত থেকে শীতের আগমনের সময়টার অপরিহার্য উপাদানটিরও দেখা মিলছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামের কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে ধানের শীষের ডগায় শিশিরবিন্দুর ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

কার্তিক জীবনানন্দ দাশ শিশির হেমন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর