বড়দিনের আরও ছবি
২৫ ডিসেম্বর ২০২০ ২৩:০৭
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি কেড়ে নিয়েছে সারাবিশ্বের আনন্দ-উচ্ছ্বাস। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনেও পড়েছে তার প্রভাব। অন্যান্য বছরের মতো নেই জমকালো আয়োজন। তারপরও বড়দিন বলে তো কথা। সে কারণেই সীমিত পরিসরেও এদিন কিছু আয়োজন ছিল সবখানেই। রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেলগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে শিশুদের মধ্যে কিছুটা হলেও আনন্দ ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। তাতে করে করোনা আতঙ্কের মধ্যেও কিছুটা হলেও স্বস্তির আনন্দ পেয়েছে শিশুরা।
রাজধানীর ফার্মগেট জপমালা রানী গির্জা থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ সোহেল।
- শিশুদের বড়দিন
- স্মৃতি স্মরণ
- প্রার্থনা
- ‘জেসাস মারা যায়নি শুধু ক্রুশবিদ্ধ হয়ে তাকিয়ে আছে’
- ‘মৃত মানুষের ভিড়, বাসভূমি অস্থির’…
- কেন্দ্রীয় প্রার্থনা
- প্রার্থনা ১
- প্রার্থনায়
- প্রার্থনারত
- ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’