সাকরাইন ১৪২৭ | ছবি
১৪ জানুয়ারি ২০২১ ২২:৩১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ২৩:১৩
বাংলা পঞ্জিকানুসারে পৌষ মাসের শেষ দিন উদযাপিত হয় – পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি থেকে শুধু সংক্রান্তি হয়ে পুরান ঢাকায় এসে এই উৎসব সাকরাইন নামে পরিচিতি পেয়েছে।
পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে একাকার হয়ে গেছে সাকরাইন উৎসব। দিনে ঘুড়ি ওড়ানো আর রাতে আতশবাজি, বন্ধু স্বজনদের বাড়িতে বাড়িতে দলবেধে ঘুরে ঘুরে নানান বয়সের মানুষ পৌষ বিদায়ী উৎসবের অংশ হয়ে ওঠেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে সাকরাইন উৎসবের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিকেলে পুরান ঢাকার আকাশ ছেয়ে যায় নানান রঙের ঘুড়িতে। আর সন্ধ্যা নামতেই আকাশজুড়ে চমকে ওঠে আতসবাজি, ফানুস ও আলোর মেলা। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে সাকরাইন উৎসবের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপনডেন্ট মো. হাবিবুর রহমান।
- ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি
- ঘুড়ি নিয়ে আগ্রহী নানান বয়সী মানুষ
- ঘুড়ি উৎসবে সামিল রাষ্ট্রদূত রবার্ট মিলার
- সাকরাইন উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ছাদগুলো
- ‘আগুনে ঘুমাই, আগুনে খাই’
- ‘পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো, আগুন জ্বালো’
- শত সহস্র ফানুসের ওড়াওড়ি ছিল আকাশজুড়ে
- আলোর খেলা
- আতশবাজি
- সাকরাইন জমে ওঠার মুহূর্ত
- ‘আলো নয়ন ধোওয়া আমার, আলো হৃদয়-হরা’
- ‘আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি’
- ‘নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে’
- ‘আলো আমার, আলো ওগো, আলো ভুবন ভরা’
সারাবাংলা/একেএম