শিশুদের অপেক্ষায় রঙিন খেলনার সারি
২৫ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৮
রাজধানীর রামপুরায় যাত্রা শুরু করেছে গাজী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গাজী টয়েজের নতুন স্টোর ‘গাজী টয়েজ প্লে স্টেশন’। গাজী গ্রুপের পরিচালক ও বুয়েটের সহকারী অধ্যাপক সানিয়া বিনতে মাহাতাব নতুন এই প্লে স্টেশনের উদ্বোধন করেন। রামপুরা ডিআইটি সড়কে গুলজার টাওয়ারে (প্রিমিয়ার ব্যাংকের নিচে) অবস্থিত এই প্লে স্টেশন থেকে কেবল খেলনা বিক্রি করাই হবে না, এখানে সোনামনিরা খেলনাগুলো দিয়ে খেলারও সুযোগ পাবে। প্লে স্টেশনটিতে প্লাস্টিকের তৈরি ঘোড়া, হাতি, জিরাফ, হাঁস, কচ্ছপ, রাইডিং বোটস, বেবি রেল ইঞ্জিন, ডলফিন স্লাইড ও ইনডোর স্লাইডসহ ১৮ ধরনের খেলনা এবং শিশুদের উপযোগী রেসিং সাইকেল ও শপিং সাইকেলও পাওয়া যাবে।
সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ তার ক্যামেরায় তুলে এনেছেন এই প্লে স্টেশনের বিভিন্ন খেলনার ছবি
- ছোট্ট শিশুদের রঙিন রাইড
- বিভিন্ন বয়সী শিশুদের জন্য সারবাধা সি স
- শিশুদের রঙিন ট্রাইসাইকেল
- শিশুদের অপেক্ষায় তাকে সাজানো খেলনার সারি
- সাজানো রয়েছে স্লাইড
- ফিতা কেটে গাজী টয়েজ প্লে স্টেশনের শুভ উদ্বোধন করেন গাজী গ্রুপের পরিচালক ও বুয়েটের সহকারী অধ্যাপক সানিয়া বিনতে মাহাতাব
- প্লে স্টেশন ঘুরে দেখছেন সানিয়া বিনতে মাহতাব
- উদ্বোধন শেষে দোয়া মাহফিল
- রামপুরা ডিআইটি সড়কে গুলজার টাওয়ারে (প্রিমিয়ার ব্যাংকের নিচে) গাজী টয়েজ প্লে স্টেশন
সারাবাংলা/আরএফ