বেলাশেষে সূর্যপ্রেমে ম্রিয়মান ফুল
২৫ মার্চ ২০২১ ১০:০৭
প্রতিদিন ভোরে সূর্যমুখী গাছেরা প্যারেড দলের মতো পূর্বদিকে মুখ করে থাকে। সূর্যের সঙ্গে পাল্টায় নিজেদের দিক। সূর্য যেদিকে যায় তারাও সেদিকে যায়। ফুলগুলো সব সময়ই সূর্যের দিকে মুখ করে থাকে। দিনের শেষে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় ফুলগুলো তখন পশ্চিম দিক বরাবর মুখ গুজে থাকে। এরপর সারারাত তারা আবার উলটো দিকে ঘুরে পূর্বমুখী হয়ে সূর্যের অপেক্ষা করে। নতুন একটা দিনে আবার সূর্যের মুখোমুখি হয়। এভাবে চক্রাকারে চলতেই থাকে। বুড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের এই চক্র চলতেই থাকে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে সূর্যমুখী ফুলের ছবিগুলো তুলেছেন সারাবাংলা ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
সারাবাংলা/এমআই