Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই রমনাই সেই রমনা


১৪ এপ্রিল ২০২১ ২০:২৮

এবারের পহেলা বৈশাখে এখানে মানুষের নামগন্ধও নেই।

রমনার বটমূল। বাংলা নববর্ষ পালনের অবশ্যম্ভাবী গন্তব্য। এবারের পহেলা বৈশাখে এখানে মানুষের নামগন্ধও নেই। করোনা মহামারির প্রাণঘাতি বিস্তার চিরচেনা চিত্র বদলে দিয়েছে। তাই, জনমানবহীন এই সুনশান প্রান্তরে দাঁড়িয়ে আছে সেই বটবৃক্ষ।

বহু ঘটনার সাক্ষী এই বটবৃক্ষ। ১৪০৮ সনের এমনই এক পহেলা বৈশাখে এখানে বোমা হামলা চালায় ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী। সেই হামলায় ১০ জন মারা যায়। পাশাপাশি আহত হয় বহু মানুষ। এখনো অনেকে ওই হামলার স্মারক শরীরে বয়ে বেড়াচ্ছে, পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছে।

বিজ্ঞাপন

রাজধানীর রমনা পার্ক থেকে ছবি তুলেছেন সারাবাংলার স্পেশাল করেসপন্ডেন্ট আজমল হক হেলাল

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বাংলা নববর্ষ ১৪২৮ রমনার বটমূল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর