শরীর খোঁজে জলের ছোঁয়া
২৭ এপ্রিল ২০২১ ০৯:২০
বাংলা বৈশাখ মাস চলছে, আরবি রমজান। সঙ্গে চলছে করোনা মহামারি মোকাবিলায় সরকারি কঠোর বিধিনিষেধ। দিনে তীব্র দাবদাহ। সূর্যের কিরণ বর্শার ফলার মত মানুষসহ সমগ্র প্রাণিকূলকে গ্রাস করছে। প্রতিদিনই তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড। মানুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। তাই সারাটা দিন শরীর খুঁজে ফিরছে জলের ছোঁয়া। কর্মব্যস্ত রাজধানীতে সবাই হয়তো ফুরসত করে উঠতে পারছেন না। কিন্তু, শৈশবের মুক্ত প্রাণকে ঠেকায় এমন সাধ্য কার?
রাজধানীর বিভিন্ন এলাকার জলাধারে শিশু-কিশোরদের দস্যিপনার ছবি তুলেছেন সারাবাংলার হাবিবুর রহমান এবং সুমিত আহমেদ সোহেল।
সারাবাংলা/একেএম