ঈদ-পূজা-পয়লা বৈশাখ থেকে শুরু করে বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠান, উৎসব যাইহোক বাঙালি নারীর পছন্দের পোশাকের তালিকায় প্রথম স্থানেই থাকে শাড়ি। আর সেই শাড়ি যদি হয় জামদানি, তাহলে তো কথায় নেই। তাই করোনা মহামারির মধ্যে দুয়ারে আসা ঈদেও একখানা জামদানি হলে মন্দ হয় না। হাজারো সংকটের মধ্যেও কর্মব্যস্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া পল্লী। একদিকে চলছে তৈরি, অন্যদিকে বিক্রি। বাজারে ক্রেতা-বিক্রেতার হাতে শোভা পাওয়া শাড়ি যেন একগুচ্ছ ফুল। নানান রঙের ফুল। ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
তবুও জামদানি
১০ মে ২০২১ ১১:৩০ | আপডেট: ১০ মে ২০২১ ১৩:০৪