মহামারি— তবু ঈদ, আনন্দ, উচ্ছ্বাস [ছবি]
১৪ মে ২০২১ ২৩:৫৯ | আপডেট: ১৫ মে ২০২১ ০০:৩২
সময়টা অস্বাভাবিক। করোনাভাইরাসের সংক্রমণ কেড়ে নিয়েছে স্বাভাবিক হাসি, আনন্দ। তবু এসেছে ঈদ। একমাস রোজার পর কিছুটা হলেও আনন্দ, উচ্ছ্বাস ফিরিয়ে এনেছে এই ঈদুল ফিতর। সকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে ঈদ জামাতের মধ্য দিয়ে শুরু দিনটির। দীর্ঘ দিন ধরে ঘরবন্দি থাকার কারণেই কি না শেষ বিকেলে গিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে মানুষের ব্যাপক ভিড়। হাতিরঝিলে রীতিমতো পা ফেলার জায়গা নেই— এমন অবস্থা। রাজধানীর সড়কগুলোতে এই ঈদের দিনেও যানজটে পড়ে নাকাল হতে হয়েছে মানুষকে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ধানমন্ডি, হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে ঈদের দিনের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- ঈদ জামাতের আগে অনেক মসজিদের প্রবেশপথেই ছিল জীবাণুনাশকের ব্যবস্থা
- মসজিদের ভেতরে সামাজিক দূরত্ব মেনেই কাতার সাজানো হয়েছে ঈদের জামাতেও
- তবে রাজধানীর অনেক মসজিদের মতো সোবহানবাগ মসজিদের ঈদ জামাতও মসজিদের ভেতর পেরিয়ে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে
- মহামারিকাল বলে কোলাকুলি বন্ধ, তবে সেলফি থেমে নেই
- নামাজে অভিভাবকদের সঙ্গী হয়েছিল শিশুরাও, ফেরার পথে তাদের অনেকের হাতেই ছিল এমন বেলুন ও খেলা
- বিকেলে রাজধানীর বিনোদনকেন্দ্র, বিশেষ করে হাতিরঝিলে দেখা যায় ব্যাপক জনসমাগম
- অনেকেই সেখানে প্যাডল বোটে চড়ে বিনোদন খুঁজেছেন
- কেউ কেউ আবার ওয়াটার বাসেও ভ্রমণ করেছেন, কেবলই সময় কাটানোর জন্য
- বিনোদনকেন্দ্রগুলোতে এমন জনসমাগমে অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক
- এমন ভিড়ের মধ্যে সামাজিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণের প্রত্যাশাটুকুও বোধহয় বাস্তবসম্মত নয়
সারাবাংলা/টিআর