Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই শহরে বৃষ্টি মানেই তলিয়ে যাওয়া রাস্তাঘাট


২১ জুন ২০২১ ১৯:৫৮

চলছে বর্ষাকাল। বঙ্গাব্দ বর্ষপঞ্জিতে আজ আষাঢ়ের সপ্তম দিবস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রের শরৎ, হেমন্ত, বসন্তের প্রভাব অনেকটাই প্রচ্ছন্ন হয়ে এসেছে। তারপরও মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালের সময়টায় বৃষ্টিবাদল কমবেশি হয়েই থাকে। এবারেই যেমন পয়লা আষাঢ় থেকে প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টিপাত। গ্রীষ্মের প্রখরতায় অতীষ্ঠ জনজীবনের কাছে বৃষ্টির শীতলতা অনেকটাই পরম আকাঙ্ক্ষিত ছিল। তবে রাজধানীর নাগরিক জীবনে সেই বৃষ্টি বিড়ম্বনা আর দুর্ভোগেরও কারণ বটে।

গত কয়েক বছরের দৃশ্যই বলছে, সামান্য বৃষ্টি হলেই রাজধানীর পথঘাট তলিয়ে যায় পানিতে। অল্প বৃষ্টিতে সড়কের সেই জলাবদ্ধতা খুব বেশি সময় স্থায়ী না হলেও ভারী বৃষ্টিপাত মানেই সড়কে পানির স্থায়িত্বের মেয়াদও বেড়ে যায়। সড়কে মোটরযানের বদলে ভাসে নৌকা। চুরি যাওয়া ম্যানহোলের ঢাকনায় উল্টে পড়ে রিকশা-ট্রাকসহ মানুষজন। সোমবার (২১ জুন) সকাল থেকে শহরজুড়ে যে বৃষ্টি, তাতেও দেখা গেছে একই চিত্রের পুনরাবৃত্তি। রাজধানীর বঙ্গবাজার ও মতিঝিল এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/টিএস/টিআর

জলাবদ্ধতা টপ নিউজ বৃষ্টিপাত


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর