বৃষ্টিতে বুড়িগঙ্গায়
১ জুলাই ২০২১ ১৭:০৮ | আপডেট: ১ জুলাই ২০২১ ১৯:৪০
চলছে বর্ষাকাল, ঝরছে জলধারা। যেনো বিরাম নেই।
করোনা মোকাবিলায় আরোপিত কঠোর বিধিনিষেধের কারণে রাজধানী তার চেনা চেহারা হারিয়েছে। তার হাওয়া লেগেছে নদীপথেও। শুনশান বুড়িগঙ্গার ওপরের আকাশে সকালের বৃষ্টি শুরু আগের গম্ভীর কালো মেঘ পরিস্থিতি আরও থমথমে করে তুলেছিল।
ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ সোহেল।
- বৃষ্টির শুরু
- নদীর বুকে বৃষ্টি
- বৃষ্টি নামার আগে
- তার আগে
সারাবাংলা/একেএম