প্রস্তুতি শেষ, শিক্ষার্থীদের পদচারণার অপেক্ষায় স্কুল-কলেজ [ছবি]
১১ সেপ্টেম্বর ২০২১ ২১:২৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ০০:১৯
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে স্মরণকালের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা সব বাসায়। স্কুল-কলেজ ক্যাম্পাস বিরান ভূমি যেন। আর গত দেড় বছর ধরেই উদ্বেগ-উৎকণ্ঠা— কবে খুলবে স্কুল-কলেজ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের হার কিছুটা কমে আসায় সরকারের ঘোষণা অনুযায়ী রোববার (১২ সেপ্টেম্বর) খুলতে যাচ্ছে স্কুল-কলেজ। তবে তার আগেই দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অবশ্য স্কুল খুললেও পরিবেশ থাকবে না আগের মতো। কারণ শিক্ষার্থীদের পরতে হবে মাস্ক, মানতে হবে স্বাস্থ্যবিধি। সে অনুযায়ীই স্কুলগুলোকে সাজানো হয়েছে নতুন করে।
রাজধানীর আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের এ সংক্রান্ত প্রস্তুতির ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- স্কুলের প্রতিটি জায়গাতেই স্বাস্থ্যবিধি অনুসরণ নিয়ে থাকছে সতর্কবার্তা
- ক্লাসরুমও সাজানো হয়েছে শিক্ষার্থীদের জন্য
- স্বাস্থ্যবিধি অনুসরণের সব প্রস্তুতিই নেওয়া হয়েছে স্কুলে
- শিক্ষার্থীরা যেন সামাজিক দূরত্ব মেনে চলতে পারে, সে কারণেই তাদের দাঁড়ানোর জন্য নির্দিষ্ট দূরত্ব চিহ্নিত করে দেওয়া হয়েছে
- একই ধরনের প্রস্তুতি রয়েছে শ্রেণিকক্ষেও
- বেঞ্চগুলোতে সাদা গোল চিহ্ন দিয়ে শিক্ষার্থীদের বসার স্থান নির্ধারণ করা হয়েছে, যেন পর্যাপ্ত দূরত্ব থাকে তাদের মধ্যে
- ছোট শ্রেণির শ্রেণিকক্ষগুলো রঙিন করে তোলা হয়েছে বিভিন্ন নকশায়
- ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় মশক নিধনের ওষুধও স্প্রে করা হচ্ছে স্কুলে
- আচমকা কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে জরুরিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে তৈরি করা হয়েছে আইসোলেশন সেন্টারও
সারাবাংলা/টিআর