বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ
৬ এপ্রিল ২০১৮ ২০:৩৯
বাংলা বর্ষবরণে কেনাকাটার শেষ পর্যায়ে অনেকে ঢুঁ মারছেন মাটির হাঁড়ি-পাতিল, বাঁশি, তালপাখা, একতারা আর ফুলের দোকানে। যা বৈশাখ উদযাপনে যোগ করবে বাড়তি মাত্রা। আর ক্রেতার চাহিদা মেটাতে ব্যস্ততাও বেড়েছে এসব পণ্য বিক্রেতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে ছবি তুলেছেন হাবিবুর রহমান।
এক তারার সুরে মজেছেন এক ক্রেতা।
আল্পনার আঁকা হাঁড়ি দেখছেন এক নারী।
মাটির পাত্রের পাশাপাশি ঘর সাজানোর জিনিসপত্র কিনতে ঝুঁকছে ক্রেতারা।
পছন্দের জিনিস খুঁজছেন এক নারী ক্রেতা।
সারাবাংলা/এএইচআর