Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোয়েটারের সুতা | ছবি


২২ নভেম্বর ২০২১ ১১:২৮

সুতার সম্ভার সাজিয়ে বসেছেন বিক্রেতা

শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। একটা সময় ছিল যখন শীতে পরার জন্য হাতে বোনা সোয়েটার ছাড়া উপায় ছিল না। বিশেষ ধরনের কাঁটা আর পশমি সুতা বা উল দিয়ে ঘরে বোনা হত সোয়েটার। সে সময় শীত নিবারণে গরম কাপড়ের অন্যতম ছিল হাতে তৈরি সোয়েটার। সচ্ছল ও সম্ভ্রান্ত পরিবারে শীতের আগমনীতে চলত হাতে সোয়েটার বোনা। নারীদের হাতে দেখা যেত উল আর কাঁটা। ছেলেদেরও অনেকে সোয়েটার বোনা শিখতেন এবং অবসরে নিজে বুনতেন। এখন এসব দৃশ্য বিরল।

বিজ্ঞাপন

রাজধানীর বেশ কিছু জায়গায় উলের সুতা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। রাজধানীর গুলিস্তান থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর