আলো ঝলমলে বড়দিনের প্রস্তুতি [ছবি]
২৩ ডিসেম্বর ২০২১ ০৯:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১২:৪৯
২৫ ডিসেম্বর। যিশু খ্রিষ্টের জন্মদিন। ক্রিসমাস কিংবা বড়দিন নামেই পরিচিত। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সেই উৎসব সামনে রেখে গোটা বিশ্বেই চলছে প্রস্তুতি। দিনটিতে আনন্দ-উল্লাসে মাততে অপেক্ষা মাত্র আর দুই দিনের। ছেলে-বুড়ো সবাই যেন দিনটির অপেক্ষায় প্রহর গুনছেন। দেশের বিভিন্ন গির্জা এবং খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতে জমজমাট সব আয়োজন থাকে বড়দিন ঘিরে। এর বাইরেও তারকা হোটেলগুলোতে থাকে বিশেষ আয়োজন।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে বড়দিন সামনে রেখে সেই প্রস্তুতির ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- হোটেলে ঢুকতেই চোখে পড়বে ক্রিসমাস ট্রি, যার নিচে প্রতীকী সব উপহার সাজানো
- বিভিন্ন স্থানেই রয়েছে এমন আরও ক্রিসমাস ট্রি, সঙ্গে সান্তাক্লজও
- ক্রিসমাস ট্রি’র এমন সজ্জাই যেন ‘জিংগেল বেল’ গানের আবহ তৈরি করে দেয়
- সান্তাক্লজের উঁকিঝুঁকি নজর কাড়ে সবার
- উৎসবে ভালো খাবারের পসরাও রয়েছে হোটেলে
- যেকোনো উৎসব মানেই যেন শিশুদের কলকাকলীর মুখরতা, শিশুদের জন্য তাই থাকছে বিশেষ আয়োজন
- কে জানে, সান্তা বুড়োর ঝুলি থেকে মিলতে পারে উপহারও
- বড়দিনে আসা হোক বা না হোক, আগে থেকেই সান্তা বুড়োর সঙ্গে তাই ছবিটা তোলাই থাক