রাজধানীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
২৬ এপ্রিল ২০১৮ ২০:৫৪
গরমের তীব্রতা বৃদ্ধির সঙ্গে রাজধানীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে ভর্তি হয়েছেন সাত শতাধিক রোগী। হাসপাতালের তথ্যমতে প্রতি দুই মিনিটে গড়ে একজন রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে, যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ। ছবি তুলেছেন, সারাবাংলার সিনিয়র ফটো সাংবাদিক হাবিবুর রহমান।
সারাবাংলা/এইচআর/এমএইচ/এমআই