ঈদ পোশাক তৈরিতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন পোশাক কারিগররা। পুরান ঢাকার উর্দু রোডের কারখানাগুলোতে দিন-রাত পরিশ্রম করে কাপড় বানাচ্ছেন তারা। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
চলছে শেষ মূহুর্তের কাজ। জামা বানানোর কাজ শেষ। হাতে হাতে সবাই প্যাকেট করার কাজ করছে।
আশেপাশে তাকানোর সময় নেই। এক দৃষ্টিতে চলছে কাজ। গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন কাপড়ের কারিগররা। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডারের কাজ শেষ করার তাড়া আছে যে!
দোকানের ভেতরের কয়েকজন সেলাই-কারিগর মগ্ন কাজে। গড়গড় শব্দে অবিরাম চলছে মেশিন। ব্যস্ত কারিগরদের একজন মাঝেমধ্যে টেলিভিশনে চোখ রাখলেও, কাজ ফেলে খেলা দেখতে বসার এতটুকু ফুরসৎ নেই।
কোনো কোনো দোকানে কাজের বাড়তি চাপ সামলাতে মৌসুমি কারিগর আনা হয়েছে বিভিন্ন জেলা থেকে।
সারাবাংলা/এইচআর/এমআইএস
ঈদ
পুরান ঢাকা