Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লাইনের লোক কমছে না কেন?’


১ জুন ২০১৮ ১৩:৫২

আবারও আসছে ঈদ। যেতে হবে নাড়ির টানে বাড়ি। শত দুঃখ ও কষ্ট সত্ত্বেও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে হবে ঈদের আনন্দ। নইলে যে অপূর্ণ থেকে যাবে ঈদের আনন্দ। তাই তো এই যুদ্ধ। টিকিট পাওয়ার যুদ্ধ। ঈদ উপলক্ষে যারা গ্রামের বাড়িতে যান, তাদের বড় একটি অংশ যান ট্রেনের মাধ্যমে। শুক্রবার (১ মে) সকাল ৮টা থেকে আগামী ১০ তারিখের টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কাঙ্ক্ষিত টিকিট পেতে অনেকেই আগের দিন রাত থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে লাইনে দাঁড়ান। কিন্তু তারপরেও টিকিটের নিশ্চয়তা নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কেউ কেউ হয়তো টিকিট পাচ্ছেন, কিন্তু লাইনের লোক কমছে না। মনে হচ্ছে যেন একই স্থানে দাঁড়িয়ে রয়েছে সবাই। টিকিট প্রত্যাশীদের সীমাহীন কষ্ট ও টিকিট প্রাপ্তির আনন্দের এই চিত্র উঠে এসেছে সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদের ক্যামেরায়।

বিজ্ঞাপন

অবেশেষে মিললো বহুল প্রতীক্ষিত ও প্রত্যাশিত টিকিট!

 

টিকিট পেয়ে দারুন খুশি এই দুই নারী। ঈদে বাড়ি যাওয়ার একটা বন্দোবস্ততো হলো।

 

টিকিট যুদ্ধে জয় লাভ করে মুখে বিজয়ীর হাসি।

 

পুরুষের পাশাপাশি নারীরাও টিকিট কিনতে লাইনে দাঁড়িয়েছেন। একজন ৪টির বেশি কিনতে পারবেন না। তাই চেনা-পরিচিতরা মিলে দল তৈরি করেই এসেছিলেন অধিকাংশ টিকিট প্রত্যাশীরা।

 

রোজা রেখে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলেন অনেকে। এসময় অনেকে প্রশ্ন করেন, ‘টিকিট যদি বিক্রি হয়, তাহলে লাইনের লোক কমছে না কেন?’

সারাবাংলা/এমআইএস

 

বিজ্ঞাপন

মেগা নিলাম শেষে কোন দল কেমন হলো?
২৬ নভেম্বর ২০২৪ ১৫:১১

আরো

সম্পর্কিত খবর