ভাদ্র পেরিয়ে আশ্বিন। প্রকৃতিতে শরৎ। কখনো বৃষ্টি, কখনো আকাশে সাদা মেঘের ভেলা। সেই শরতের অন্যতম অনুষঙ্গ হিসেবে ফুটেছে কাশফুলও। শহর থেকে গ্রাম— সবখানেই নদীর তীর ঘেঁষে বসেছে কাশফুলের মেলা। সেখানে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। ছুটে বেড়াচ্ছেন কাশবনে, তুলছেন ছবি।
রাজধানীর ঢাকার উপকণ্ঠে কেরাণীগঞ্জের সারিঘাটেও বিস্তীর্ণ খোলা জায়গায় শোভা পাচ্ছে কাশফুলের শুভ্রতা। সেখানেও প্রতিদিন ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী হাজারও মানুষ। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- সারিঘাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুটেছে কাশফুল।
- প্রতিদিন বিকেল হলেই সেখানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ।
- সবাই মিলে কাশফুলের শুভ্রতা ও প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করছেন।
- ঢাকার বিভিন্ন এলাকা থেকেই মানুষ ছুটে যাচ্ছেন কাশবন দেখতে।
- কাশবন মানেই ছবি তোলার হিড়িক।
- মৌসুমের এই সময়টায় প্রেমিক যুগলদের একবার হলেও কাশফুল দেখতে যেতে হবে— এটি যেন অলিখিত নিয়ম।
- বন্ধুবান্ধব মিলে হৈহুল্লোড়ের কিছু সময়।
- কাশবনে ভ্রমণের ছবি পরে ছড়িয়ে পড়ে ফেসবুকে।
- কাশবনের পাশে নদী, সেখানেও বিকেলের নরম আলোয় নৌকায় চলে ঘোরাঘুরি।
- সারিঘাটের পুরো এলাকাটিই এখন শরতের সাময়িক পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে।