Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশফুলে সারিঘাটে শরতের ছোঁয়া | ছবি


২৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

মৌসুমের এই সময়টায় প্রেমিক যুগলদের একবার হলেও কাশফুল দেখতে যেতে হবে— এটি যেন অলিখিত নিয়ম।

ভাদ্র পেরিয়ে আশ্বিন। প্রকৃতিতে শরৎ। কখনো বৃষ্টি, কখনো আকাশে সাদা মেঘের ভেলা। সেই শরতের অন্যতম অনুষঙ্গ হিসেবে ফুটেছে কাশফুলও। শহর থেকে গ্রাম— সবখানেই নদীর তীর ঘেঁষে বসেছে কাশফুলের মেলা। সেখানে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। ছুটে বেড়াচ্ছেন কাশবনে, তুলছেন ছবি।

রাজধানীর ঢাকার উপকণ্ঠে কেরাণীগঞ্জের সারিঘাটেও বিস্তীর্ণ খোলা জায়গায় শোভা পাচ্ছে কাশফুলের শুভ্রতা। সেখানেও প্রতিদিন ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী হাজারও মানুষ। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

কাশফুল কাশবন শরৎ শরৎকাল