শীত নামছে ফুটপাতের বাজারেও | ছবি
২৩ নভেম্বর ২০২৪ ০৮:২৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৪৫
প্রথম সপ্তাহ পেরিয়ে চলছে অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহ। দিনের বেলায় রোদের তেজ খুব একটা কম না হলেও বিকেল গড়াতে না গড়াতেই শুষ্কতা আর হিমেল আমেজ ঘিরে ধরতে থাকে। সন্ধ্যা গড়িয়ে রাত নামতে নামতে মনে হয়, শীত তো এসেই গেল! প্রকৃতির মতো করে শীতের ছোঁয়া লেগেছে বাজারেও। বড় বড় দোকান তো বটেই, ফুটপাতেও শীতের কাপড়ের উপস্থিতি বেড়ে গেছে। খুব বেশি জমজমাট না হলেও বেচাকেনাও শুরু হয়ে গেছে।
রাজধানীর বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় স্থায়ী দোকান ও ফুটপাত জুড়ে বসেছে সোয়েটার, টুপি, কম্বলসহ বাহারি সব শীতবস্ত্রের দোকান। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- ‘শীত আসছে আসছে’ সময়টাতে এ রকম ফুল হাতা টি-শার্টের চাহিদা বেড়ে যায়।
- ফুটপাতে এখন একটু ভারী পোশাকের উপস্থিতিই বেশি।
- গরম পোশাকের বেচাবিক্রি জমজমাটও হয়ে উঠতে শুরু করেছে।
- শীত আসার আগে আগেই শিশুদের জন্য সোয়েটার কিনে রাখতে হয় অভিভাবকদের। দোকানিরাও তাই দোকানে রাখছেন বাহারি সোয়েটার।
- সঙ্গে অবশ্যই থাকতে হবে টুপি।
- কেবল দুই কান ঢাকার উপযোগী মাথার ব্যান্ড আকৃতির টুপিগুলো সাম্প্রতিক সময়ে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।
- ছোট সোনামনিদের জন্য লাগবে কিউট কিউট ডিজাইনের জুতাও।
- আর অবশ্যই লাগবে মোজা। বাচ্চাদের মোজাগুলো একটু বেশিই আকর্ষণীয় হয়ে থাকে।
- রাতের শীত ঠেকাতে এখন লেপের বদলে কম্বলের ব্যবহারই বেশি। পাতলা-ভারী সব ধরনের কম্বলই মিলছে দোকানগুলোতে।
- এ রকম প্রিন্টের কম্বলের চাহিদাও কম নয়।
- কেবল তৈরি পোশাক না, শীতে উষ্ণতা দিতে শীতবস্ত্র বানানোর জন্য রঙিন উলের চাহিদাও বেড়েছে।
সারাবাংলা/টিআর