তবুও জীবন যাচ্ছে চলে…
১২ জুন ২০১৮ ২২:৩৪ | আপডেট: ১২ জুন ২০১৮ ২২:৩৫
বৃষ্টির এখন কোনো রুটিন নেই। যখন-তখন নেমে আসে। রাজধানীর বৃষ্টি সঙ্গে নিয়ে আসে দুর্বিষহ ভোগান্তি। মঙ্গলবার (১২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় বৃষ্টির কিছু দৃশ্য ধারণ করেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট সুমিত আহমেদ সোহেল।

বাইক নিয়ে ছুটছেন নারী। বৃষ্টি তার যাত্রায় কোনো ব্যঘাত ঘটাতে পারেনি।

পলিথিন দিয়ে বৃষ্টি থেকে রক্ষা পাবার চেষ্টা!

জিনিসপত্রগুলো পলিথিনে মুড়ে ভিজেই রওনা হলেন তারা

সব প্রতিবন্ধকতাকে জয় করে চলছে বৃষ্টির ভেতর পথচলা। অদম্য জীবন।
সারাবাংলা/এমআইএস