কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা | ছবি
৭ ডিসেম্বর ২০২৪ ১২:৫৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৪
“তুমি হাওয়ায় নেচে নেচে যাও
আজ তোমার মতো মোরে আনন্দ দাও
মোর এই জামা ভালো লাগে না
দাও জামা ছবি-আঁকা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা…”
জাতীয় কবি নজরুল ইসলামের এই গানের মতোই প্রজাপতির রঙিন ডানার ছোঁয়া পেতে চায় ছোট-বড় সবাই। প্রকৃতির কোলে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা শুক্রবার আয়োজন করেছিল সেই প্রজাপতি নিয়ে মেলা। প্রজাপতি সংরক্ষণ ও প্রজাপতি নিয়ে গণসচেতনতা বাড়াতে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে এটি ছিল প্রজাপতি মেলার ১৪তম আসর।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তো বটেই, প্রজাপতির রঙে রঙিন হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাবি ক্যাম্পাসে ছুটে গিয়েছিলেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি ও শ্রেণিপেশার মানুষ। সেই প্রজাপতি মেলার ছবি তুলেছেন সারাবাংলার স্টাফ করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
সারাবাংলা/টিআর