জানি শুধু চলতে হবে..
১৪ জুন ২০১৮ ২৩:০৮ | আপডেট: ১৪ জুন ২০১৮ ২৩:১১
ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ততার শহর ঢাকা। বৃহস্পতিবারও যে যেভাবে পারছেন ছুটছেন। লক্ষ্য একটাই, বাড়িতে গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া। ট্রেন ও বাসে উপচে পড়া ভিড়। কোথাও তিল ঠাঁই ধরানোর জায়গা নেই। তারপরেও ট্রেনে উঠার প্রতিযোগিতায় নামছে মানুষ। গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক মারা গেছেন। একজন পা হারিয়েছেন। এসব ঝুঁকি জেনেও চলছে বাড়ি যাওয়ার আপ্রাণ চেষ্টা। যাবতীয় দুঃখ ও কষ্ট ভুলে শুধু বাড়ি পৌঁছানোর তাগিদ। বাড়ি ফেরা মানুষের এমন কিছু মুহূর্ত তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/এমআইএস