জলের ভেতর জীবন (ফটোস্টোরি)
১৭ জানুয়ারি ২০২০ ০৮:৫৯
মাঘ মাস। শীতের হাড় কাঁপানো ভাব না থাকলেও, প্রথম প্রহরে ভারী কুয়াশার চাদরে ঢেকে থাকে চারদিক। শীতের কনকনে হাওয়া যেনো সবকিছু ভেদ করে ভেতরের কোথাও একটা ধাক্কা দেয়। কিন্তু, সর্বংসহা কর্মজীবী মানুষ আরামদায়ক ওমের ভেতরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন না। সু্যোগ নেই। পথ চলতে চলতে জীবনের চাকা সচল করেন তারা। সূর্যের সাথে পাল্লা দিয়ে বুড়িগঙ্গা নদীর ওই পাড় থেকে ঢাকার দিকে মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গেসঙ্গে তাদের জীবন অন্য আরেক মোড়কের ভেতর ঢুকতে শুরু করে। বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাট থেকে দিনের প্রথম প্রহরে কর্মজীবী মানুষের পারাপারের ছবি তুলেছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান