বিজ্ঞাপন

আগ্নেয়গিরির অগ্নুৎপাতে বালি এয়ারপোর্ট বন্ধ

June 29, 2018 | 11:49 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: ইন্দোনেশিয়ার পর্যটন অধ্যুষিত রাজ্য বালির ‘মাউন্ট আগুং’ আগ্নেয়গিরি থেকে ফের অগ্নুৎপাতের ঘটনায় পার্শ্ববর্তী আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানাচ্ছে, বৃহস্পতিবার (২৮ জুন) আগ্নেয়গিরিটি থেকে ৮ হাজার ২শ’ ফুট উচ্চতার ছাইসহ ধোঁয়ার কুণ্ডলী উদগীরণের কারণে অন্তত ৪৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এতে ৮ হাজার ৩৩৪ জন যাত্রীসহ স্থানীয় প্রায় ৭৫ হাজার মানুষ বিপদে পড়েছেন। অস্ট্রেলিয়ার আঞ্চলিক আগ্নেয় ছাই পর্যবেক্ষণকারী সংস্থা ডারউইন জানিয়েছে, তীব্র গতির বাতাস আগ্নেয়গিরিটি থেকে উদগীরিত ছাইভস্ম দেশটির সর্বোচ্চ জনবহুল দ্বীপ জাভার দক্ষিণ-পশ্চিমের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আগ্নেয় ছাইয়ের কারণে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকায়, আশপাশের অন্যান্য বিমান পরিবহণ সেবাগুলোকেও সতর্ক করা হয়েছে।

সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বালি বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গত বছর থেকেই উত্তর-পূর্ব বালিতে অবস্থিত মাউন্ট আগুংয়ে বিভিন্ন মাত্রার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এছাড়া গত ডিসেম্বরে আগ্নেয়গিরিটিতে বড় ধরণের অগ্নুৎপাতের পর আশপাশে থাকা হাজার হাজার অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছিল। সেসময় বালি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল বেশ কয়েকদিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/সেতু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন