Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা


২৯ জুন ২০১৮ ১৮:০১ | আপডেট: ৩০ জুন ২০১৮ ১০:৪২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কোস্টগার্ডের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এ ছাড়া, আইয়ুব গাসিম নামে লিবীয় কোস্টগার্ডের এক মুখপাত্র বার্তা সংস্থা এপি’কে জানান, শরণার্থী বোঝাই নৌকাটি ডুবে গেলে তারা মাত্র ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে নৌকাটিকে ঠিক কতজন শরণার্থী ছিল এবং তাদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

তিনি আরো জানান, লিবিয়ার রাজধানী ত্রিপলীর পূর্ব উপকূলে নৌকাটি ডুবে যায়। এরপর, শুক্রবার (২৯ জুন) তারা সমুদ্রে ভাসতে থাকা অবস্থায় ওই ১৪ জন শরণার্থীকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এরা সবাই ইউরোপে আশ্রয়ের জন্য যাত্রা করেছিল। মাঝপথে তাদের ফিরে আসতে বাধ্য করা হলে ভূমধ্যসাগর পেরিয়ে নৌকাটি লিবিয়ার উপকূলে এসে ডুবে যায়।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর