বিজ্ঞাপন

মেসি-রোনালদোর বিদায়ে স্বস্তি হ্যাজার্ডের!

July 2, 2018 | 2:01 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা আর পর্তুগাল। বিদায় নিয়েছেন দুই দলের দুই তারকা মেসি-রোনালদো। আর তাতেই বেজলিয়ামের অ্যাটাকিং মিডফিল্ডার ইডেন হ্যাজার্ডের স্বস্তি। দুই তারকার বিদায়ে রেড ডেভিলদের জন্য মঙ্গল বলেই মনে করছেন এই বেজলিয়ামের এই তারকা।

সোমবার (২ জুলাই) এশিয়ান দেশ জাপানের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। রুস্তভ-ন-দন্যুতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী হ্যাজার্ড-লুকাকুরা। জাপানের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হ্যাজার্ড বলেন, ‘বেলজিয়াম দলটি ২০১৪ ও ২০১৬ সালের চাইতে অনেক বেশিই পরিণত।’

মেসি-রোনালদোর বিদায়ে নিজেদেরকে তুলে ধরার সুযোগ পাচ্ছে নেইমার, এমবাপে, হ্যারি কেইনদের মতো খেলোয়াড়রা। এই দুই বিশ্বসেরা তারকা না থাকলে তরুণ উদীয়মান খেলোয়াড়রা সেরা পারফরম্যান্স দিয়েই নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন বলে মনে করছেন হ্যাজার্ড, ‘মেসি-রোনালদো নেই। তাই আমি মনে করি, নিজেকে তুলে ধরার এটাই উত্তম সময়।’

বিজ্ঞাপন

জাপানের বিপক্ষে ম্যাচটি বেলজিয়ামের জন্য তুলনামূলক সহজ বলে মনে হলেও আগে থেকেই সব বলা যাবেনা বলে মনে করেন হ্যাজার্ড। তবে এই ম্যাচে নিজেদেরকেই এগিয়ে রাখছেন ক্লাব লিলি’র সাবেক এই তারকা, ‘বিশ্বকাপের ম্যাচে আগে থেকেই কিছু বলা ঠিক হবে না। ইউরোপিয়ান ক্লাবের খেলোয়াড়ও আছে ওদের দলে। টুর্নামেন্টে নিজেদের সেরাটাই দিয়ে চলেছে বেজলিয়াম। আপাতত এই ম্যাচের দিকেই আমাদের দৃষ্টি থাকছে।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন