বিজ্ঞাপন

‘গণতন্ত্রের জমি এখন সম্পূর্ণ বেদখলে’

July 5, 2018 | 12:54 pm

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: দেশে গণতন্ত্রের জমি সম্পূর্ণভাবে বেদখল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রতিবাদী কণ্ঠ দমিয়ে রাখতে পুলিশ ও দলীয় ক্যাডারদের সরকার নগ্নভাবে ব্যবহার করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর থেকে সরকার জন আতঙ্কে ভুগছে। একমাত্র সরকাররি দল ছাড়া আর কাউকে সভা-সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে যেভাবে ছাত্রলীগ ও পুলিশের নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও উদ্বিগ্ন অভিভাবকরা যেভাবে পুলিশি তাণ্ডবের শিকার হয়েছেন, শহীদ মিনারে ছাত্রলীগের হাতে ছাত্রীরা যেভাবে লাঞ্ছিত হয়েছেন, তাতে লগি-বৈঠারই পুনরাবৃত্তি ঘটেছে বলে মনে করছে দেশবাসী।’

ঢাকা বিশ্বদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন ভয়ে ক্যাম্পাসে যেতে পারছেন না বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বুধবার (৪ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নের যে লম্বা ফিরিস্তি দিয়েছেন সেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সারাবাংলা/এসও/এসএমএন/এজেড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন