বিজ্ঞাপন

‘পাঠাও’ আরোহীর মৃত্যু: বিআরটিসির বাসচালক কারাগারে

July 5, 2018 | 5:56 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সড়ক দুর্ঘটনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাজমুল হাসান (৩২) নিহতের ঘটনায় বিআরটিসির বাসের চালক আজিজুল হক সোহাগকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিমানবন্দর গোলচত্বর এলাকায় বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় ‘পাঠাও’ আরোহী ওই কর্মকর্তা মারা যান।

বৃহস্পতিবার (৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম আমিনুল হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিমানবন্দর থানার পুলিশ বিআরটিসি বাসের চালক আজিজুল হক সোহাগকে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে। অপরদিকে, চালকের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নাজমুল হাসান মহাখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে ‘পাঠাও’ এর মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বিমানবন্দর গোলচত্বরে এলে পেছন দিক থেকে বিআরটিসি দ্বিতল বাস তা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা যান।

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন