বিজ্ঞাপন

সুস্থ হওয়ার আগেই তারেককে ছাড়পত্র দিয়েছে রামেক হাসপাতাল

July 5, 2018 | 10:07 pm

রাবি প্রতিনিধি : ছাত্রলীগের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তারেককে সুস্থ হওয়ার আগেই তাকে ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তাকে জোর করে ছাড়পত্র দেওয়ার অভিযোগ করেন তার পরিবার।

বিজ্ঞাপন

তারেকের বোন ফাহিমা খাতুন বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র আমাদের না দিয়ে পুলিশকে দিয়েছে। পুলিশ ছাড়পত্রটি আমাদের কাছে দিয়েছে।’

তবে পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আমাদের ওপর নির্দেশ রয়েছে। সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ায় তাদের চিকিৎসা নিয়ে হতাশ পরিবার। তার বোন ফাহেমা খাতুন জানান, তারেক প্রচুর অসুস্থ। তার সারা শরীরে এখনো ব্যাথা রয়েছে। চলাফেরা দূরে থাক তাকে তিন চার জন ধরা ছাড়া নড়াচড়াও করতে পারে না। কিন্তু তা সত্ত্বেই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চিকিৎসার ব্যয়ভারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তিন ভাই-বোনই লেখাপড়া করি। পড়ালেখার খরচ ছাড়া পরিবারের পক্ষে অন্য কোনো ব্যয় বহন সম্ভব না। তাই ভাইয়ের সহপাঠীরা চিকিৎসার ব্যয়ভার বহন করছেন।’

জানা গেছে, তারেককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর এখন নগরীর রয়েল হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তরিকুল ইসলাম তারেক কোটা সংস্কার আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। গত সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে তারেকের ওপর হামলা চালানো হয়। হামলায় তারেকের পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন