বিজ্ঞাপন

‘প্রধানমন্ত্রী অন্যায়ভাবে হামলা চালানোর মদদ দিতে পারেন না’

July 6, 2018 | 7:56 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মা, প্রধানমন্ত্রীর উচিত তার ছেলেদের কথা শোনা। তিনি মা হয়ে অন্যায়ভাবে সন্তানদের ওপর হামলার চালানোর মদদ দিতে পারেন না।’ শুক্রবার (৬ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কোটা আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল হক নূরের বাবা এসব কথা বলেন।

‘উদ্বিগ্ন নাগরিক সমাজ এবং অভিবাবকরা’ এই সমাবেশের আয়োজন করে। নূরের বাবা বলেন, ‘প্রধানমন্ত্রীর উচিত তার ছেলেদের কথা শোনা, মায়ের কাছে ছেলেরা দাবি জানিয়েছে। তিনি তা মানবেন কি, মানবেন না এটা তার বিষয়।’

পটুয়াখালী থেকে এসে প্রতিবাদ সমাবশে যোগ দেন এই কৃষক। তিনি বলেন, ‘আমি জায়গা জমি বিক্রি করে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছি। সে ইংরেজিতে অনার্স করে মাস্টার্সে ভর্তি হয়েছে। আমি মনে করি, আমার ছেলে আমার থেকে বেশি জ্ঞান ধারণ করে। আমার ছেলে বলেছে যে বাবা আমি কোটা আন্দলন করছি। আমি তাতে সহমত পোষণ করিছি। কেন না আমি তো ছেলের ভবিষ্যতের জন্য জমি বিক্রি করে ঢাকায় পাঠিয়েছি। তো সে যদি একটি ন্যায্য আন্দলনে যোগ দেয় তবে তো আমার না করার উপায় থাকে না।’

বিজ্ঞাপন

কোটা আন্দলন যৌক্তিক উল্লেখ করে নূরের বাবা আরও বলেন, ‘অথচ ডিবি পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গিয়ে যে নির্যাতন করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে আমার ছেলের ওপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে তা যৌক্তিক নয়।’

আরও পড়ুন: ‘পুলিশ-ছাত্রলীগ আন্দোলনরত ছাত্রীদের ধর্ষণের হুমকি দিচ্ছে’

সারাবাংলা/জেআইএল/এমও/

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন