বিজ্ঞাপন

ক্যামেরুনে বাস নদীতে পড়ে ২৮ জনের মৃত্যু

July 7, 2018 | 12:12 pm

|| আন্তর্জাতিক ডেস্ক ||

বিজ্ঞাপন

ক্যামেরুনের মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেলে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।

বাসটি এসময় দেশটির রাজনৈতিক রাজধানী ইয়োন্ডের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় রাজধানী বাফোসামের সংযোগকারী রাস্তা ধরে চলছিল। কেন্দ্রীয় গভর্নর নাসেরি পাল বিয়া বার্তা সংস্থা এপি’কে জানান, ‘শুক্রবার সকালের দিকে বাসটি বতোরো শহরের নিকটবর্তী নদীতে পড়ে যায়। ঘটনাটির তদন্ত চলছে।’

দুর্ঘটনাটি থেকে বেঁচে যাওয়া যাত্রী ওমবাং ক্রিস্টিয়ান বার্তা সংস্থা আনদেলু’কে জানিয়েছে, ‘প্রায় সবাই মারা গেছে। কেবল আহত ৫ জনকে চিকিৎসার জন্য বাফিয়া হাসপাতালে নেয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগেও, গত মার্চে ওই অঞ্চলে অপর এক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু এবং ২০ ব্যক্তি আহত হয়। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রতি বছর ক্যামেরুনের সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু ঘটে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন