বিজ্ঞাপন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

July 14, 2018 | 6:36 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চাপ প্রয়োগ করে সুফল না আসায় শর্ত পূরণে ব্যর্থ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (১৪ জুলাই) দুপুরে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নূন্যতম শর্ত পূরণ করতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।’

বিজ্ঞাপন

নাহিদ বলেন, ‘অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেগুলো শুধু মুনাফার জন্য পরিচালনা করা হচ্ছে। চাপ প্রয়োগের পরও এসব বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে এখনেও যায়নি। একাধিক ক্যাম্পাসে পাঠদান করাচ্ছে। তাদের বিরুদ্ধে অব্যাহত চাপ প্রয়োগ করা হলেও কোনো সুফল আসেনি।’

মন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধানে কাজ করার তাগিদ দেন।

সমাবর্তনে প্রায় আড়াই হাজার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটকে সনদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য কে এম গোলাম মহিউদ্দীন বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন