বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের টুকিটাকি

July 16, 2018 | 12:16 am

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

৩২ দলের অংশগ্রহণে ২১তম বিশ্বকাপ শেষ। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতলো ১৯৯৮ সালের জয়ী ফরাসিরা। আর এই মহারণের মধ্যদিয়েই পর্দা নামলো রাশিয়া বিশ্বকাপের। মোট ৬৪ ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক রাশিয়া বিশ্বকাপের টুকিটাকি কিছু তথ্য।

গোল: রাশিয়া বিশ্বকাপে ৬৪ ম্যাচে মোট গোল হয়েছে ১৬৯টি। ৬৪ ম্যাচের টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭১ গোল হয়েছিল গত বিশ্বকাপে (ব্রাজিল) এবং ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। দ্বিতীয় সর্বোচ্চ গোল দেখলো রাশিয়া বিশ্বকাপ। তৃতীয় সর্বোচ্চ ১৬১ গোল হয়েছিল ২০০২ জাপান-দ. কোরিয়া বিশ্বকাপে।

সর্বোচ্চ গোল: এই বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করেছে বেলজিয়াম। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেশে ফিরেছে তারা। ৭ ম্যাচ খেলে বেলজিয়ানদের গোল মোট ১৬টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি (টাইব্রেকার ছাড়া) গোল করেছে চ্যাম্পিয়ন ফ্রান্স। আর ফাইনালিস্ট ক্রোয়েশিয়াও ৭ ম্যাচে করেছে সমান ১৪টি গোল। চতুর্থ হয়ে বাড়ি ফেরা ইংল্যান্ড ৭ ম্যাচে গোল করেছে ১২টি।

বিজ্ঞাপন

গড় গোল: গড় গোলে এগিয়ে ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপ। সেবার ম্যাচ প্রতি গোল হয়েছিল ৫.৪। ১৬ দল খেলেছিল মাত্র ২৬টি ম্যাচ, গোল হয়েছিল ১৪০টি। এবার রাশিয়ায় গোলের গড় ২.৬। গত ব্রাজিল বিশ্বকাপে গোলের গড় ছিল ২.৭।

হলুদ ও লাল কার্ড: রাশিয়ায় খেলোয়াড়রা দেখেছে ২১৯টি হলুদ কার্ড এবং চারজন দেখেছে লাল কার্ড। তাদের মধ্যে সরাসরি লাল কার্ড দেখেছেন কলম্বিয়া আর সুইজারল্যান্ডের খেলোয়াড়। গ্রুপপর্বে বেলজিয়াম-পানামা ম্যাচে সর্বোচ্চ ৮টি কার্ড দেখানো হয়।

সঠিক পাস: ২১তম বিশ্বকাপে ৪৯ হাজার ৬৪৭টি পাস সফল হয়েছে। এর মধ্যে ম্যাচ প্রতি সঠিক পাসের সংখ্যা ৭৭৫.৭। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৩৩৬টি সঠিক পাস দিয়েছে ইংল্যান্ড। গ্রুপপর্বে স্পেন-রাশিয়া ম্যাচ দেখেছে সর্বোচ্চ পাসের রেকর্ড। সে ম্যাচে স্প্যানিশরাই সর্বোচ্চ ১ হাজার ২৩৫টি পাস সম্পন্ন করেছে। স্প্যানিশ তারকা সার্জিও রামোস একাই ৪৮৫টি পাস সম্পন্ন করেছিলেন।

বিজ্ঞাপন

সর্বোচ্চ দূরত্ব অতিক্রম: রানার্সআপ ক্রোয়েশিয়ার তারকা ইভান পেরিসিচ সর্বোচ্চ ৭২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। ইংল্যান্ডের জন স্টোনস ৬৯ কিলোমিটার দৌড়েছেন।

সর্বোচ্চ গোল: রাশিয়া বিশ্বকাপের ৬৪টি ম্যাচের মধ্যে সর্বোচ্চ গোল হয়েছে বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচে। গ্রুপপর্বের সেই ম্যাচে মোট গোল হয়েছিল ৭টি। বেলজিয়াম জিতেছিল ৫-২ ব্যবধানে।

গোলমুখে আক্রমণ: সর্বোচ্চ ২৭ বার প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট নিয়েছেন ব্রাজিল আইকন নেইমার।

সর্বোচ্চ সেভ: বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া সর্বোচ্চ ২৭ বার বল সেভ করেছেন। এজন্য জিতেছেন এবারের গোল্ডেন গ্লাভস পুরস্কার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন