বিজ্ঞাপন

ফেয়ার প্লে ট্রফি স্পেনের

July 16, 2018 | 11:22 am

স্পোর্টস ডেস্ক।। 

বিজ্ঞাপন

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে স্পেন, রাশিয়া অধ্যায় তারা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবে। কিন্তু একটা সান্ত্বনা পুরস্কার তারা পেল। ফিফার ফেয়ার প্লে ট্রফি গেছে স্পেনের কাছে।

দ্বিতীয় রাউন্ডে যেসব দল উঠেছে, তাদের মধ্যে স্পেনই সবচেয়ে কম হলুদ কার্ড দেখেছিল। পুরো টুর্নামেন্টে শুধু সার্জিও বুসকেটসই হলুদ কার্ড দেখেছেন। সব মিলে স্পেন চার ম্যাচে ফাউল করেছে মাত্র ৩২টি, আর ফাউলের শিকার হয়েছে ৫৯ বার। কেবল দ্বিতীয় রাউন্ডে যেসব দল উঠেছে, তারাই এই ট্রফির যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।

২০১৪ বিশ্বকাপে ফেয়ার প্লে ট্রফি উঠেছিল কলম্বিয়ার হাতে। ২০১০ বিশ্বকাপে সেটি পেয়েছিল স্পেন, তার আগের বিশ্বকাপেও সেটি স্পেন পেয়েছিল, তবে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে।

বিজ্ঞাপন

ফেয়ার প্লে ট্রফির জন্য প্রতি খেলোয়াড় পাবেন ৫০ হাজার ডলারের সম পরিমাণ ফুটবল সামগ্রি। স্পেনের তৃণমুল পর্যায়ের ফুটবলারদের জন্য এসব সরবরাহ করা হবে।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন