বিজ্ঞাপন

কুয়াকাটা সৈকতে ভাঙন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

July 18, 2018 | 6:25 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কুয়াকাটা : কুয়াকাটা সৈকতের ভয়াবহ ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১৮ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা সমুদ্র সৈকতেই মানববন্ধন করা হয়। কুয়াকাটাবাসীর ব্যানারে এ মানববন্ধনে এলাকাবাসী, পর্যটক, বিনিয়োগকারীসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় কুয়াকাটার পৌর মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়ন হচ্ছে। এখন এই সৈকতের ভাঙন রোধ করতে না পারলে দক্ষিণাঞ্চলের পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের মধ্য দিয়ে দ্রুত প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়ন দেখতে চান বলে বলে জানান মেয়র।

বিজ্ঞাপন

ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। ভাঙনের কারণে কী ধরনের সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতে কত ক্ষতি হতে পারে তাও উঠে আসে আলোচনায়।

১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সমুদ্র সৈকত গত কয়েক বছর ধরেই পর্যটকদের আগ্রহের স্থানে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন