বিজ্ঞাপন

দুর্নীতি মামলায় নোয়াখালীতে সেটেলমেন্ট কর্মকর্তাসহ ৪ জন কারাগারে

July 18, 2018 | 7:56 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নোয়াখালী : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় নোয়াখালীর এক সাবেক সহকারি সেটেলমেন্ট কর্মকর্তাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালীর জেলা জজ আদালতের বিচারক সালাহ উদ্দিন আহমদ এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন, নোয়াখালী সদর উপজেলার সাবেক সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা কবির আহমেদ, তার সহকারি এসএম খোরশেদ আলম, মো. সামছুদ্দিন ও আশিষ কুমার চাকমা।

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আবুল কাশেম জানান, ২০১৭ সালে রায় জালিয়াতির অভিযোগে সদর উপজেলার সাবেক সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা কবির আহমদসহ দুইজনের বিরুদ্ধে ও সরকারি জমি ব্যক্তির নামে খতিয়ান করে দেওয়ার অভিযোগে কবির আহমেদসহ ১৬ জনকে আসামি করে আলাদা দুইটি মামলা দায়ের করে দুদক। দায়ের করা মামলা দুটিতে কবির আহমেদসহ ওই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়। আজ ওই দুই মামলায় কবির আহমেদ এবং তার সহকারি এসএম খোরশেদ আলম, মো. সামছুদ্দিন ও আশিষ কুমার চাকমা জামিন নিতে আসেন।

তবে জামিন না মঞ্জুর করে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন