বিজ্ঞাপন

পাসের হার কমলেও শিক্ষায় গুণগত মান আসছে: শিক্ষামন্ত্রী

July 19, 2018 | 4:02 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: গত কয়েক বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায়। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও। তবে পাস ও জিপিএ’র এ নিম্মমুখীতাকে আমলে না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারের নজর এখন শিক্ষার গুণগত মানের দিকে। আধুনিক প্রজন্মকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে পাসের হার নিচের দিকে নামলেও সরকারের সন্তুষ্টির লেভেল ঊর্ধ্বমূখী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর নির্ধারিত সময়ের পাঁচ দিন আগে মাত্র ৫৫ দিনে পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। আগে এই ফলাফল দিতে তিন মাসেরও বেশি সময় লাগত, যা শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট করত।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী জানান, এ বছর মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ২৭ শতাংশ কম।

আরও পড়ুন- এইচএসসির ফল জানা যাবে যেভাবে

বিজ্ঞাপন

এ ছাড়া এ বছর টান পড়েছে জিপিএ-৫-এও। গত বছরের চেয়ে ৮ হাজার ৭০৭ জন কম পেয়েছে জিপিএ-৫। এবারে জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

ফলাফলের এমন চিত্রে হতাশ নয় শিক্ষা মন্ত্রণালয়। বরং তারা এটিকে দেখছেন ইতিবাচক হিসেবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এবারের পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে পরীক্ষার যে নিয়ম পালন করার কথা, তাই করা হয়েছে। মূলত আমরা কোনো নতুন নিয়ম ফলো করিনি। যা আছে তা পুরোপুরিভাবে পালন করার চেষ্টা করেছি। এতে ফলাফল যা হওয়ার তাই হয়েছে। পাসের হার কমেছে কি বেড়েছে, জিপিএ-৫ বেড়েছে কি কমেছে- তার চেয়ে বড় কথা শিক্ষার গুণগত মানে পরিবর্তন আসছে। আমরা শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিতের পথে আরও একধাপ এগিয়েছি।’

এ বছর বিজ্ঞান ও গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের ২ লাখ ৩৮ হাজার ৯০৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮৯ হাজার ৭৮ জন। পাসের হার ৭৯ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ১৭১ জন। বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যাও এ বছর বেড়েছে।

গত কয়েক বছর ধরে বিজ্ঞানে শিক্ষার্থী বৃদ্ধির এ ধারাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, মাঝখানে বেশ ক’বছর বিজ্ঞানে শিক্ষার্থী কমে যাওয়ায় আমরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের প্রভাব যেখানে বাড়ছে, সেখানে বিজ্ঞানে শিক্ষার্থী কমায় আমরা এ বিভাগে শিক্ষার্থী বাড়ানোর উদ্যোগ নেই। এ বছর তা বেড়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

পাসের হার কমলো আরও ২ শতাংশ

২ বছরে এইচএসসিতে জিপিএ-৫ অর্ধেক

এইচএসসিতে পাস ৬৬.৬৪ শতাংশ, জিপিএ ৫- ২৯,২৬২

নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়তে চান প্রধানমন্ত্রী

সারাবাংলা/এমএস/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন