বিজ্ঞাপন

বিকল্প ব্যবস্থায় বাকৃবির বর্ষপূর্তি, যোগ দেবেন রাষ্ট্রপতি

July 22, 2018 | 10:17 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ময়মনসিংহ : আগুনে পুরো আয়োজন পুড়ে যাওয়ার পরও যথারীতি অনুষ্ঠিত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭ বর্ষপূ‌র্তির অনুষ্ঠান। আসবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদও।

তবে আর প্যান্ডেলের নিচে নয় রোববার (২২ জুলাই) অনুষ্ঠানটি হবে বিশ্ববিদ্যাল‌য়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়ত‌নে।

এর আগে শনিবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে অনুষ্ঠানের মূল মঞ্চ ও প্যান্ডেলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের চেষ্টায় নেভানো হয় সেই আগুন। তবে ততক্ষনে পুড়ে যায় গোটা মঞ্চ, অনুষ্ঠানস্থল, সাড়ে চার হাজার মানুষের জন্য রাখা চেয়ার টেবিল, চারটি এলইডি স্ক্রিনের বক্সসহ সবকিছু।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে গতরাতেই উপাচার্যের বাসায় জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সদস্যরা। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, বিকল্প ব্যবস্থায় বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্যও আসতে সম্মত হয়েছেন। তবে কি কারণে আগুনের ঘটনা ঘটলো সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান আব্দুল হালিম জানান, মঞ্চের প্যান্ডেলে আকস্মিকভাবে আগুন লাগে। তবে এসময় কেউ আহত হননি। কেবল দ্রুত আগুন ছ‌ড়ি‌য়ে পুরো মঞ্চসহ প্যান্ডেলের সবকিছু পুড়ে গেছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার ৩০০ গ্রাজুয়েট ও তাদের পরিবারের সদস্যদের এবারের বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন : পুড়ে ছাই বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন

সারাবাংলা/এসএমএন

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন