বিজ্ঞাপন

উত্তরের প্রার্থী নির্বাচনে জনমত যাচাই চলছে: কা‌দের

December 26, 2017 | 5:23 pm

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে জনমত যাচাই চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমণ্ডির রাসেল স্কয়ারে মঙ্গলবার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কা‌দের ব‌লেন,‘আমাদের সিডিউল ঘোষণার আগে আমরা তো অফিশিয়ালি বলতে পারি না। সিডিউল ঘোষণা হোক তার পরে আমরা বলব।’

বিজ্ঞাপন

‘আমাদের নেত্রী হয়তো বা কাউকে কাজ করতে বলতে পারেন। নেত্রী এটা অবশ্যই বলতে পারেন।’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বাজারটা পরীক্ষা করে দেখা, তাকে ঘিরে মানুষের আশা-আকাঙ্ক্ষাটা কেমন? তাকে ঘিরে প্রত্যাশাটা কেমন?’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি বছর কম্বল বিতরণ করা হয়ে থাকেন। এরই মধ্যে উত্তরবঙ্গে কম্বল বিতরণ করা হয়েছে। রোহিঙ্গাদের জন্যও শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।’

খালেদা জিয়া আদালতে যাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আদালত থেকে ফেরার সময় বিএনপির নেতা-কর্মীরা রাস্তা বন্ধ করে বসে থাকেন। আর ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশকে উসকানি দেয়। হাজিরা দেওয়ার দিন কোনো না কোনো ঘটনা ঘটেই। রাস্তা না হলে আদালতে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’

বিজ্ঞাপন

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, কার্য নিবাহী সদস্য রিয়াজুর কবির কাওছার।

সারাবাংলা/এম এম এইচ/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন