বিজ্ঞাপন

সাজা শেষে ভারত থেকে ফিরল ৫২ বাংলাদেশি

July 30, 2018 | 6:53 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম: ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন শিশুসহ ৫২ বাংলাদেশি। সোমবার (৩০ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করেছে রৌমারী থানা পুলিশ।

ভারতে কারাভোগের পর ফেরত আসা ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার শাতিকুন্ডা গ্রামের আবুল কালাম (৩৫), কাশিয়ানি থানার সাতাশিয়া গ্রামের রাহুল খা (৪৭), কুমিল্লা জেলার লাকশাম থানার মুরহু (মাহ্মুদবাড়ী) গ্রামের সাইফুল ইসলাম (৪৩), বি-বাড়িয়া জেলার বি-বাড়িয়া থানার দক্ষিন জংগল শুলতুপুর গ্রামের পলাশ মিয়া (৩৪), দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কুড়াইল গ্রামের সামিরুল বাবু (৩৯) ও কোতায়ালী থানার পূর্ব রামনগর গ্রামের উত্তম রায় (৪১), পিরোজপুর জেলার কায়োলি থানার চিরাপাড়া গ্রামের আব্দুল রাজ্জাক ফরাজী (৩৮), সিলেট জেলার সদর কোতয়ালী থানার শিলাম গ্রামের আব্দুল কাদের শেখ (৭০), সিলেট থানার বিছানাকান্দি (গঞ্জহাট) গ্রামের রশিদ আহমেদ (৩৫), মৌলবীবাজার থানার শুমরকুড়া গ্রামের কছর আলী (২৪) ও শ্রীমঙ্গল থানার সিরাজনগর গ্রামের ছুকরামনি দেব।

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাজাইকাটা গ্রামের নুরুজ্জামান (৩৬), বেহুলার চর গ্রামের নজরুল ইসলাম (১৯), উলিপুর থানার মেকুরের আলগা গ্রামের আবু সাঈদ (৩৯), কাচাবাচা গ্রামের আজিজুর মন্ডল (৪৯), রৌমারী থানার চর ফুলবাড়ী গ্রামের ইসকান্দার আলী (৫৬), কুচাকাটা থানার কারিজাপাড়া গ্রামের আব্দুল সামাদ আলী (৩২), ধালুয়াবাড়ী গ্রামের শাহিদুল ইসলাম (৩৯)।

বিজ্ঞাপন

টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কানধুয়া গ্রামের শাহিদুল ইসলাম (৪২), ঝিনাইদহ জেলার হরিনাকান্দা থানার চরপাড়া গ্রামের জসিম মন্ডল (৩৬), চিটাগং জেলার বাসাইল থানার পূর্ব শেওরিয়া গ্রামের সুজন দাস (৩৯) ও কোতয়ালী থানার ষ্টীশন কোলনি গ্রামের মোহাম্দ আলী (২৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার হরিনাথ পুর গ্রামের মঞ্জু খান (৪২), শাহজাদপুর থানার শান্তসা গ্রামের ফজলুল মন্ডল (৩৮) ও মান্নান হাসান (৯), মাদারিপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামের আব্দুল আজিম শেখ (২৯), গাজিপুর জেলার জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের কাঞ্চন আলী হাওলাদার (৭২), চরোবটি থানার চুরাবাড়ী গ্রামের মুসা মিয়া (৪৭)।

গাইবান্দা জেলার সদর থানার বলামগর গ্রামের বাবুল মিয়া (৪০), সুন্দরগঞ্জ থানার বাজারপাড়া গ্রামের আশরাফুল (৩৬), বাঘেরহাট জেলার নাজির পুর থানার কুমারপুর গ্রামের নুর ইসলাম (৩৩), বরিশাল জেলার কাতুয়ালী থানার উত্তর পানবাড়িয়া গ্রামের সোহেল শরিফ (৩০), ময়মনসিংহ জেলার ভালুকা থানার রবিন বাহ্মন (৩৯) ও ত্রিশাল থানার আমিরাবাড়ী গ্রামের আব্দুল আওয়াল (৬১), লালমনিরহাট জেলার কাহারল থানার কাঞ্চনালপুর গ্রামের নিথাই চক্র দাস (৩৯), নেত্রকোনা জেলার কাহালিয়াজুরি থানার মুরাদপুর গ্রামের গোপান চন্দ্র সরকার (৪২), ঢাকা জেলার পল্লবী থানার মাহুরাপাড়া গ্রামের মোহাম্দ আলী (৩৭), শ্রীনগর ও দুহার থানার মেঘহিয়া গ্রামের মজিবুর রহমান (৪১)।

শেরপুর জেলার চর শাহেবদী গ্রামের ইয়ার খান (৩৬), ক্রিষ্টপুর গ্রামের মোখলেচ আলী (৪৩), জিনাইগাতি থানার জিনাইগাতি গ্রামের মোস্তফা আলী (৪৮), মরজিনা বেগম (৩৮), জামালপুর জেলার পাতালিয়া গ্রামের আবু বক্কর, ইসলামপুর থানার মাজবাড়ি গ্রামের সামিমা বেগম (২৮), সাবিরন বেগম (৩৩), জরিফা বেগম, নরসিংদি জেলার রায়পুর গ্রামের জাহানার বেগম (২৬), বিপাড়া গ্রামের ইনসানা খাতুন, পারবিনা খাতুন, নড়াইল জেলার নারাকাতি থানার চৌরিকাতি গ্রামের জুয়েল খান, চাঁদপুর জেলার বসিরউল্লা ডাক্তার বাড়ী গ্রামের মমেনা আক্তার (৩৮) ও ফরিদপুর জেলার নাগরকান্দা থানার বিবাদী গ্রামের লোকমান শেখ (৪৮)।

বিজ্ঞাপন

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হস্তান্তরকৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ায় সময় ভারতের শালমারা ও মানকার চর পুলিশের আটক করে কারাগারে পাঠায়। এরপর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের প্রেক্ষিতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সোমবার দুপুর পর্যন্ত তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন