বিজ্ঞাপন

মেসি-রোনালদোর রাজত্ব এখন কেইনের

December 27, 2017 | 1:23 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

হয় লিওনেল মেসি, নয়তো ক্রিশ্চিয়ানো রোনালদো। এক যুগ ধরে যেমন ব্যালন ডি অরটা নিজেদের মধ্যে রেখেছেন, এই অর্জনটাও সাত বছর ধরে দুজনের কাছেই রেখেছেন মেসি-রোনালদো। সেই ধারাটা এবার ভেঙে দিলেন হ্যারি কেইন, এই বছর সব প্রতিযোগিতা মিলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন টটেনহাম ও ইংল্যান্ডের এই স্ট্রাইকার। পেছনে ফেলে দিয়েছেন ৫৪ গোলের লিওনেল মেসিকে। সেই সঙ্গে ভেঙেছেন অ্যালান শিয়ারারের ২২ বছরের পুরনো একটা রেকর্ড।

কাল সাউদাম্পটনের সঙ্গে হ্যাটট্রিক করেই বাজিমাত করেছেন কেইন। দেশ ও ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এই বছর কেইনের গোল ৫৬টি। মেসির গোল দুইটি কম। আর ৫৩টি করে গোল আছে রোনালদো, রবার্ট লেভানডফস্কি ও এডিনসন কাভানির। মেসি-রোনালদোকে পেরিয়ে কেইনও দারুণ উচ্ছ্বসিত, ‘অবশ্যই খুবই গর্বিত। মেসি-রোনালদোর মতো গ্রেটদের সঙ্গে তুলনায় আসাটাও তো আমার জন্য দারুণ একটা ব্যাপার।’

শিয়ারারের রেকর্ডটা অবশ্য গত সপ্তাহেই ছুঁয়ে ফেলেছিলেন কেইন। প্রিমিয়ার লিগে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা অনেক দিন আগে থেকেই ছিল শিয়ারের, ১৯৯৫ সালে করেছিলেন ৩৬ গোল। বার্নলির সঙ্গে হ্যাটট্রিকেই কেইনের গোল হয়ে যায় ৩৬টি। আর কালকের হ্যাটট্রিকে গোল হয়ে গেছে ৩৯টি। এই অর্জনের পরেই শিয়ারারের টুইটটা আরও বেশি অনুপ্রাণিত করবে কেইনকে, ‘দারুণ একটা বছর কাটিয়েছ কেইন। এক বছরে সবচেয়ে বেশি গোলের অর্জনটা তোমারই প্রাপ্য।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন