বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা : যা বললেন তিন পরিচালক

August 1, 2018 | 6:22 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ছবিটি যৌথভাবে নির্মাণ করবে বাংলাদেশ ও ভারত। এ নিয়ে ভারতের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়েছে। ভারতের পক্ষ থেকে ছবিটির পরিচালক হিসেবে শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গাঙ্গুলির নাম প্রস্তাব করা হয়েছে। আর তারপর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে বিতর্ক। বঙ্গবন্ধুকে ভারতীয় পরিচালক নিজের ভেতর ধারণ করতে পারবেন কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

পরিচালনা নিয়ে এই বিতর্ক পৌছে গেছে সেই তিন পরিচালকের কাছে। শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গাঙ্গুলি-তিনজনই ভারতীয় গণমাধ্যমে এনিয়ে আলাদাভাবে নিজেদের মতামত দিয়েছেন।


আরও পড়ুন :  শোকের মাসে শিল্পকলার কর্মসূচি


শ্যাম বেনেগাল বলেন, ‘আসলে এটা বাংলাদেশের ওপরেই নির্ভর করে। আমাদের উপমহাদেশে এমন বিষয় নিয়ে সব সময়ই সমস্যা হয়। খুব বোকার মতো শোনাবে যদি আমি বলি, বঙ্গবন্ধুর ওপর ছবি বানানোর জন্য আমিই সেরা লোক। বরং ঘটনা হল, প্রস্তাবটাই আমার কাছে এসেছে। তবে আমি নিশ্চিত এই ছবি বানানোর মতো দক্ষ লোকজন নিশ্চয়ই ওখানেও আছেন।’

বিজ্ঞাপন

সম্প্রতি বঙ্গবন্ধুর আত্মজীবনী আবারও পড়ে শেষ করেছেন বলে জানান শ্যাম বেনেগাল। তার মতে বঙ্গবন্ধুর জীবনী ছবি নির্মাণের জন্য আদর্শ একটি বিষয়।

গৌতম ঘোষ মনে করেন এই ছবিতে ভারতীয় পরিচালক থাকার পাশাপাশি একজন বাংলাদেশী পরিচালকও থাকা উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একমত যে এটা বাংলাদেশের একটা তীব্র আবেগের জায়গা। সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের একজন পরিচালকও এই প্রোজেক্টে থাকলে আমার মতে সবচেয়ে ভাল হয়। তবে আমি এটাও মনে করিয়ে দিতে চাই, গান্ধীকে নিয়ে সেরা ছবিটা কিন্তু একজন বিদেশিই বানিয়েছেন, অ্যাটেনবরো।’


আরও পড়ুন :  সেন্সরে যাচ্ছে ক্যাপ্টেন খান


কৌশিক গাঙ্গুলি রবীন্দ্রনাথ-নজরুলের মতো ভাগাভাগির পক্ষে নয়। তার কাছে বঙ্গবন্ধু দুই বাংলার মহান পুরুষ। তিনি বলেন, ‘এগুলো আসলে ভাগাভাগির জিনিস নয়। রবীন্দ্রনাথ-নজরুলকে তো আমরা ভাগ করিনি, গান-বাজনা-শিল্পী-গুণীজন-মহান ব্যক্তিত্বদের ভাগাভাগি হয় না। তারা কখনও একটা দেশেরও হন না। বাংলাদেশের জাতীয় সংগীতও তো রবীন্দ্রনাথেরই লেখা, তার বেলা? বাংলাদেশের বরং আনন্দিত হওয়া উচিত তাদের জাতীয় নায়ককে নিয়ে ছবি একজন ভারতীয় বানাচ্ছেন।’

বিজ্ঞাপন

তিনজনের মধ্যে একজনকে নির্বাচন করা হবে পরিচালক হিসেবে। কাকে বেছে নেয়া হবে সেটা জানা যাবে আগষ্ট মাসেই। এমনও হতে পারে দুই বাংলার দুই নির্মাতাকে বেছে নেয়া হবে ছবিটি বানানোর জন্য। তবে সে সম্ভবনা খুব ক্ষীণ বলা চলে। কারণ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভারতীয় পরিচালকের পক্ষেই মত দিয়েছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার নাম ঘোষণা করা হয় পরিচালক হিসেবে।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন