বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো অভিযোগে ৩ জন রিমান্ডে

August 6, 2018 | 7:27 pm

। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটিয়ে আন্দোলনকারীদের সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে আটক তিনজনের পাঁচদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূর এ রিমান্ডের আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আটককৃত তিনজনের সাতদিন করে রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

অপরদিকে আসামিপক্ষে আইনজীবী মশিউল আলম রাতুল ও মুক্তাদির আহমেদ জামিনের অবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন, মাহবুবুর রহমান (৩০), আলমগীর হোসেন (২৭) ও শহীদুল ইসলাম (৩১)। গত ৫ আগস্ট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে চলমান ছাত্র আন্দোলনকে উসকে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও মেমরি চিপ জব্দ করা হয়। এ ছাড়া ফেসবুক আইডি ও কিছু ফেসবুক গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই ঘটনায় রমনা থানার সাইবার আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

সারাবাংলা/এআই/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন