বিজ্ঞাপন

সুন্দরবনের শরণখোলায় ২ ভারতীয় নাগরিকসহ আটক ৪

August 10, 2018 | 10:22 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে। শুক্রবার (১০ আগস্ট) রাতের এই অভিযানে একটি  মাছ ধরার ট্রলারও আটক করা হয়।

কোস্টগার্ডের অফিসার হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে ওই ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৬ বোতল বিদেশী মদ ও মাছ ধরার বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হল, ভারতের চব্বিশ পরগনা জেলার ঝড়খালীর মাস্টারপাড়া গ্রামের কৃষ্ণপদ সানার পুত্র রনজিৎ সানা(৩৮), বৃদ্ধাবলী পাড়ার হরেন মজুমদারের পুত্র সত্যজিৎ মজুমদার(২১), বাংলাদেশের পিরোজপুর জেলার ধাবরী গ্রামের কেশবলাল দাসের পুত্র পরিমল দাস(৫৮) এবং ঝালকাঠি জেলার সংকর ধবল গ্রামের মধুসুদন হালদারের পুত্র রমেশ চন্দ্র হালদার (৬৮)।

বিজ্ঞাপন

শরণখোলা থানার এস আই মহিদুল ইসলাম জানান, আটককৃত চার জেলেকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, সরকারী শুল্ক ফাঁকি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা করা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন