বিজ্ঞাপন

শাহ আমানত বিমানবন্দর থেকে ৩২টি স্বর্ণ বার উদ্ধার

August 15, 2018 | 3:48 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগে তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে যাত্রীর পরিচয় মেলেনি।

বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বুধবার (১৫ আগস্ট) সকাল ৮টায় দুবাই থেকে ছেড়ে এসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারি কমিশনার মাহবুবুর রহমান সারাবাংলাকে বলেন, ফ্লাইটের যাত্রীদের সিটের উপরে বাংকারে ব্যাগটা ছিল। যাত্রীরা নেমে আসার পরও সেটি পড়ে ছিল। অবশ্য আমাদের কাছে ওই ব্যাগে করে স্বর্ণের বার আসবে বলে তথ্য ছিল। আমরা ফ্লাইটে গিয়ে ব্যাগটি তল্লাশি করে স্বর্ণের বারগুলো পেয়েছি।

বিজ্ঞাপন

তিনি জানান, কোনো যাত্রী ব্যাগের মালিকানা দাবি করনেনি। এ জন্য স্বর্ণের বারগুলো পরিত্যক্ত দেখানো হচ্ছে। উদ্ধার হওয়া ৩২টি স্বর্ণের বারের ওজন আনুমানিক পৌনে চার কেজি এবং দাম প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন এই কাস্টমস কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন