বিজ্ঞাপন

কেরালায় বন্যা: রেড অ্যালার্ট জারি, মৃতের সংখ্যা ৭৫

August 16, 2018 | 9:49 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ভারতের কেরালা রাজ্যে সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে গতকাল বুধবার ২৫ জনের প্রাণহানিসহ মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। কোচি বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, রাজ্য জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই শতাব্দীতে সম্ভবত চলতি মৌসুমেই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

বিজ্ঞাপন

রাজ্যের সবচেয়ে ব্যস্ত কোচি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে ও পার্কিং এলাকা প্লাবিত হওয়ায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (১৮ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত সবধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

স্থানীয় পেরিয়ার নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। বন্যার পানি নদীতে দেওয়া বাঁধের ওপর চাপ তৈরি করায় ৩০টি জলাধার খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ সময় আশপাশের হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় তারা।


বন্যার কারণে রাজ্যের ১০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে রেল যোগাযোগ। উপদ্রুত এলাকায় অনেক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন